গান-বাজনা ও অভিনয়ে যারা গুনাহ মনে করেন তাদের এখনই এসব ছেড়ে দেওয়ার আহ্বান জানালেন জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপন। এ পরিচালকের মতে, এই ধরনের মানুষ যত তাড়াতাড়ি সাংস্কৃতিক অঙ্গন ছাড়বে, ততই বাকিদের মঙ্গল।
আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন দীপঙ্কর দীপন। তিনি বলেন, ‘যাদের এক সময় গিয়ে মনে হবে গান হচ্ছে মঞ্চে লাফালাফি, অভিনয় হচ্ছে গুনাহ, তারা কেন এই লাফালাফি আর গুনাহটা করছেন।
এখনই বাদ দেন। গুনাহর পাল্লাটা কম ভারী হবে। বাজার পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আপনারা মেধাবী। আরো অনেক কিছু করেই তো পয়সা কামাতে পারবেন।’
দীপন আরো বলেন, ‘আপনারা প্রকৃত অর্থে কোনো দিন শিল্পী ছিলেন না। যত তাড়াতাড়ি চলে যাবেন, ততই ভালো সবার জন্য। বিশেষ করে তাদের জন্য যারা পারফরমিং আর্টসকে আরাধনার মাধ্যম মনে করে। আর গুনাহর পাল্লা বাড়ায়েন না ভাই ও বোনেরা।
তওবা করতে হলে এখনই করেন। দুই দিন পরে বাজার পড়ে গেলে তারপর তওবা করে লোক হাসায়েন না। তাতে ইহকালেও ক্ষতি, পরকালেও ক্ষতি।’
দীপন নিজের পোস্টে কারো নাম উল্লেখ করেননি। তবে পোস্টটি তাহসানকে উদ্দেশ করেই করা বলে মনে করছেন অনুরাগীরা।
এমনকি তাহসানের নাম উল্লেখ করে মন্তব্যও করতে দেখা গেছে। একজন লিখেছেন, ‘তাহসান খান এটাই করল।’ অপর একজন লিখেছেন, ‘দাদা, ভালো বলেছেন। তাহসানের বক্তব্য বলি বা আরো যারা আছে, সবাই কমবেশি নিজেদের আর ধরে না রাখতে পেরে আবোলতাবোল বলেই যাচ্ছে বিদায় নিচ্ছেন! কিছু বলার ভাষা নেই। এরাই আবার আইডল সেজেছেন নানা বাহানায়! নিজেদের গর্তে নিজেরাই লুকানোর ব্যর্থ চেষ্টা করছেন এই যা!’ অপর একজন লিখেছেন, ‘বিদেশের লাইফটাইম ভিসা পেলে একটা লিস্ট দিতাম, রানিং এই মানসিকতার ছেড়াব্রেটিদের।’
আজ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান সংগীত ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে তাহসানকে বলতে শোনা যায়, ‘এটাই তার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবেন তিনি। মেয়ে বড় হচ্ছে, এখন দাড়ি রেখে স্টেজে দাড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে না’ বলেও জানান তাহসান। যে ঘোষণায় রীতিমতো হতবাক তার ভক্তকুল। সংগীতাঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে দীপনের এই পোস্ট আরো বাড়তি আলোচনা তৈরি করল। সরাসরি নাম উল্লেখ না করলেও তিনি তাহসানকে ঘিরেই এই মন্তব্য করেছেন, এমনটাই মনে করছেন অনুরাগীরা।